পিএফ অ্যাকাউন্টে জমানো টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন? ভাবছেন, পিএফে যে টাকা সঞ্চয় করেছিলেন সেই টাকা আর পাওয়া যাবে না। আর সেই ভাবনা থেকেই অনেক সময় বহু কর্মী EPF Account এর সম্বন্ধে খোঁজ খবর রাখেন না। এই পরিস্থিতিটা তৈরি হয় তখনই, যখন কোনো কর্মচারী বারংবার চাকরির ক্ষেত্রে সংস্থা বদল করেন বা ট্রান্সফার হয়ে যান। কিন্তু এটা তো স্বাভাবিক, যে সংস্থায় বর্তমানে কোনো কর্মী কাজ করছেন, তার থেকে ভালো কোনো অপশন পেলে অন্য সংস্থায় তিনি কাজে যোগ দেবেন। ফলে তাকে তখন সংস্থা বদল করতে হচ্ছে। আর এই বদল ঘটতেই পারে। বর্তমান যে সামাজিক পরিস্থিতি, তাতে সকলেই আশা করেন যেখানে চাকরি করবেন সেখানে অন্তত আগের সংস্থার থেকে অন্তত বেতনের পরিমাণ বাড়তে বাড়ে এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায়। ফলে কর্মীরা মাঝেমধ্যেই চাকরির সংস্থা (Service Company Change) বদল করে থাকেন। আর তখনই পিএফ অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত জানা না থাকলে সমস্যায় পড়তে হয়। সেটা কি রকম?
যে সংস্থায় বর্তমানে চাকরি করছেন, সেখানে আপনার যে EPF Account রয়েছে, সেই অ্যাকাউন্টে যত পরিমাণ টাকা সঞ্চিত আছে, কোনো কারনে সংস্থা পরিবর্তন করলে আগের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে হয় অথবা নতুন PF অ্যাকাউন্টের সঙ্গে পুরনো অ্যাকাউন্ট লিংক করাতে হয়। অনেক কর্মীরাই ভেবে থাকেন, পুরনো অ্যাকাউন্টের সঙ্গে নতুন পিএফ অ্যাকাউন্ট হয়তো অটোমেটিক লিংক হয়ে যাবে। কিন্তু সেটা আদৌ হয় না। আর তার ফলেই কর্মীরা পিএফ অ্যাকাউন্টের টাকা তুলতে পারেন না বা অন্যান্য সমস্যার সম্মুখীন হন। কিন্তু ইচ্ছা করলেই কর্মীরা তাদের EPF পুরনো অ্যাকাউন্ট এর সঙ্গে সংস্থা বদল হলে নতুন অ্যাকাউন্টের লিংক করে নিতে পারেন (Old EPF Account Linked with New Account):
📖 Contents
What is Employees Provident Fund?
Employees Provident Fund বা EPF হল সংস্থার কর্মী এবং সংস্থা উভয়ের যৌথ বিনিয়োগ করার একটি প্রকল্প। এই ইপিএফ ফান্ডে সংস্থা এবং কর্মী দুজনেই বিনিয়োগ করে থাকেন। কর্মীর অবসর গ্রহণের পরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যাতে পাওয়া যায়,সেই কারণে এই প্রকল্প। এটি একটি সামাজিক সুরক্ষা প্রকল্প (Social Security Scheme) তাই যে সংস্থায় কাজ করছেন যদি সেই সংস্থা থেকে বদল করে অন্য সংস্থায় পুনরায় চাকরিতে যোগ দেন, তাহলে পুরনো ইপিএফ অ্যাকাউন্ট এর সঙ্গে নতুন অ্যাকাউন্টের লিংক করা জরুরী। কিন্তু ভাবছেন, কিভাবে করবেন? সমস্যা নেই, ঘরে বসেই এই কাজটি আপনি করে নিতে পারবেন।
How to Link old with new EPF Account ?
- প্রথমেই https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
- এরপর UAN নম্বর এবং Password দিয়ে Submit করতে হবে।
- এবার Online Services Tab থেকে One Member One EPF Account Transfer Request অপশনে ক্লিক করতে হবে।
- এরপর চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে।
- আগের সংস্থা নাকি বর্তমানে নতুন কোনো সংস্থা, সেই অপশনটি সিলেক্ট করে সেখানে আবেদন করতে হবে।
- পুরনো সংস্থার UAN নম্বর উল্লেখ করতে হবে।
- এরপর Get Details অপশনে ক্লিক করে EPF সংক্রান্ত তথ্য দিতে হবে।
- যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে নিয়ে যেতে চান সেটি উল্লেখ করতে হবে।
- ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেখানে OTP যাবে, সেটি দিতে হবে।
- এরপর সম্পূর্ণ প্রক্রিয়াটি চেক করে দেখে নিয়ে সাবমিট করতে হবে।
- অনলাইনে ইপিএফ অ্যাকাউন্টের লিংকের আবেদন করার পর ১০ দিনের মধ্যে সেই আবেদনের সেলফ অ্যাটেস্টেড কপি সংশ্লিষ্ট সংস্থায় জমা দিতে হবে।
সাধারণত ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লেগে যায় পুরনো ইপিএফ অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করতে বা লিঙ্কডের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে। এক্ষেত্রে যে রেফারেন্স নম্বর পাওয়া যাবে, সেটি দিয়েই পরবর্তীতে নিজেই আপনি স্ট্যাটাস চেক (EPF Account Status Check) করতে পারবেন।