পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) হলো বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। দেশে ১৮০ মিলিয়ন সংখ্যক গ্রাহক রয়েছে এই ব্যাঙ্কের। সারা দেশে ১২২৪৮টির বেশি ব্রাঞ্চ ও ১৩০০০ এর বেশি এটিএম রয়েছে এই ব্যাঙ্কের। অপরদিকে এই ব্যাঙ্কে কর্মীসংখ্যা প্রায় ১ লাখ ৩ হাজার ১৪৪ জন। এবার এই ব্যাঙ্কটি গ্রাহকদের জন্য নিলো কড়া পদক্ষেপ। একমাস পরে ব্যাঙ্কটি প্রচুর অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। বিশেষ কিছু অ্যাকাউন্টের জন্য ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নেওয়া হবে।
📖 Contents
একমাস পর বন্ধ করা হবে বেশ কিছু অ্যাকাউন্ট
ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে, যে সকল গ্রাহকেরা অ্যাকাউন্টে তিন বছর ধরে কোনো লেনদেন করেননি ও যাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, সেই অ্যাকাউন্টগুলি এক মাস পরে বন্ধ করে দেওয়া হবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে কে, ৩০ এপ্রিল পর্যন্ত তিন বছরের হিসাব করা হবে এবং এই ধরনের অ্যাকাউন্টগুলিকে অপব্যবহার থেকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হবে।
কিছু অ্যাকাউন্টকে ছাড় দেওয়া হবে
ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্ট, ২৫ বছরের কম বয়সী ছাত্রদের অ্যাকাউন্ট, নাবালকদের অ্যাকাউন্ট, SSY/ PMJJBY/ PMSBY/ APY, DBT এবং আদালতে রেজিস্টার নয় এমন উদ্দেশ্যে খোলা অ্যাকাউন্ট, আয়কর বিভাগের তরফে নির্দেশিত কোনো ফ্রিজ হওয়া অ্যাকাউন্টকে ব্যালেন্স না থাকা সত্ত্বেও বন্ধ করা হবে না।
ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে সুসংবাদ
আইসিআইসিআই ব্যাঙ্ক হলো দেশের বেসরকারি সেক্টরের দ্বিতীয় বৃহত্তম। এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। ব্যাঙ্কের তরফ থেকে বিদেশি গ্রাহকদের ভারতে UPI পেমেন্ট করার জন্য আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাঙ্কের বিদেশি গ্রাহকরা যেকোনো ভারতীয় QR কোড, UPI আইডি স্ক্যান করে বা যেকোনো ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে UPI পেমেন্ট করতে পারবেন। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, ব্যাঙ্কের এই সিদ্ধান্ত বিদেশি গ্রাহকদের দৈনন্দিন অর্থ প্রদানের সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই সুবিধার মাধ্যমে ব্যাঙ্কের বিদেশি গ্রাহকরা তাদের বিল, মার্চেন্ট এবং ই-কমার্স লেনদেনের জন্য তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর দিয়ে ভারতের আইসিআইসিআই ব্যাঙ্কে এনআরই/এনআরও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্ট্রি করে টাকা দিতে পারবেন।
আরও পড়ুন – জনসাধারণকে প্রতিমাসে ১৮ হাজার টাকা করে দিচ্ছে সরকার
এর আগে প্রবাসীদের UPI পেমেন্ট করার জন্য ব্যাঙ্কে একটি ভারতীয় মোবাইল নম্বর রেজিস্টার করতে হত, যা বেশ সমস্যার বিষয় ছিল। এখন মোবাইল ব্যাংকিং অ্যাপ iMobile Pay-এর মাধ্যমে আইসিআইসিআই ব্যাঙ্ক এই পরিষেবা শুরু করেছে।