Indian Railway – ট্রেনের টিকিট রিজার্ভেশন করা আছে? তবুও সিট পাবেন না, কি করবেন, নিয়মটা জানুন

By Utpal

Updated On:

Indian Railway rules
Follow Us

এক্সপ্রেস বা মেল ট্রেনের টিকিট রিজার্ভেশন করেছেন? তাহলে তো একদম নিশ্চিন্ত বলেই ধরে নেওয়া যায়। আপনার জন্য নির্দিষ্ট সিটটি ফাঁকাই থাকবে। আর কোনো চিন্তা নেই। যখন খুশি, যেখান থেকে খুশি ওই ট্রেনে উঠে পড়লেই হল। আপনার সিট আপনি পেয়ে যাবেন। ফলে দুশ্চিন্তা আর থাকেনা। কিন্তু এখন থেকে আর এরকমটা ভাববেন না। সম্পূর্ণ বদলে যেতে চলেছে ট্রেনের রিজার্ভেশন সিস্টেম (Railway Reservation Rules Changed) ট্রেনের সিট রিজার্ভ করলেন মানেই আপনি একেবারে নিশ্চিন্ত,  খেয়াল খুশি মতো যে কোনো স্টেশন থেকে ট্রেনটিতে উঠে পড়বেন, আর আপনার আসনটি ফাঁকা পাবেন, তা একদমই আর হবেনা। নতুন কড়া নিয়ম জারি করেছে ভারতীয় রেলওয়ে (Indian Railway New Circular) এবার একবার দেখে নেওয়া যাক, কি সেই নতুন নিয়ম?

এবার থেকে ট্রেনের টিকিট রিজার্ভেশন করার পর যে স্টেশন থেকে আপনার বোর্ডিং রিজার্ভেশন নির্দিষ্ট করা হয়েছে, সেই স্টেশন থেকেই আপনাকে ট্রেনে বোর্ডিং করতে হবে। সেই স্টেশন ছাড়া পরবর্তী অন্য কোনো স্টেশন থেকে বোর্ডিং করলে সিট আপনি আর পাবেন না। রিজার্ভেশন থাকলেও নয়। তার কারণ, রেলের তরফে নতুন নিয়মে বলা হচ্ছে, এতদিন পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, বহু যাত্রীরা ট্রেনের টিকিট রিজার্ভেশন করার পরে নির্দিষ্ট বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে ওঠেন না।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরুন, আপনি হাওড়া বা শিয়ালদহ থেকে কোনো Express বা দূরপাল্লার ট্রেনের টিকিট রিজার্ভেশন করেছেন, কিন্তু সেই ট্রেনে গিয়ে উঠছেন ব্যান্ডেল বা বর্ধমান বা অন্য কোনো স্টেশন থেকে। এবার থেকে এটি আর চলবে না। যে স্টেশন থেকে ট্রেনের টিকিট রিজার্ভেশন হয়েছে সেই স্টেশন থেকেই বোর্ডিং না করলে টিকিটটি ক্যানসেল হয়ে যাবে (If Boarding Reservation Failed Ticket will be Cancelled) নির্দিষ্ট স্টেশন থেকে ১০ মিনিট সময়ের মধ্যে আপনার জন্য নির্ধারিত সময় সিটটি দখল না করলে রেলের নিয়মে টিকিট পরীক্ষক (TTE) তা Unoccupied বলে চিহ্নিত করে দেবেন।

টিকিট পরীক্ষক ১০ মিনিট পর্যন্ত ওই নির্দিষ্ট সিটটিতে নির্দিষ্ট যাত্রীর জন্য অপেক্ষা করবেন। তার মধ্যেও আসন ফাঁকা থাকলে তা আন অকুপাইড করে চিহ্নিত করে দিলে টিকিটটি ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখন থেকে আর যে কোনো স্টেশন থেকে ট্রেনে ওঠা যাবে না। টিকিট রিজার্ভেশন যে স্টেশন থেকে করা হবে, যাত্রীদের বোর্ডিং করতে হবে ঠিক সেই স্টেশন থেকেই।

আরও পড়ুন » Income Tax Rules – সাবধান! জমি থাকলে এই আইনটি জেনে নিন, নাহলে জেল খাটতে হবে

দীর্ঘদিন ধরে রেলের তরফে লক্ষ্য করা হচ্ছে, দূরপাল্লার ট্রেন Departure করার পর রিজার্ভেশন করা কোন সিট ফাঁকা, আর কোন সিটে যাত্রী আছে, সেই বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে টিকিট পরীক্ষকদের। বহু সময় রিজার্ভেশন করা সিটটিও ফাঁকা দেখা যাচ্ছে। আবার দু তিনটে স্টেশন পরে সেই যাত্রীকে উঠতে দেখা যাচ্ছে। এই অভ্যাসের এবার পরিবর্তন করতেই হবে। তা না হলে রিজার্ভেশন করার পরেও নিজের সিট আর দখলে পাবেন না।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment