Post Office SCSS Scheme – পোস্ট অফিসের এই ফাটাফাটি স্কিমে বাম্পার লাভ! বিনিয়োগ করলেই ১২ লাখের মালিক হবেন গ্রাহক

By Utpal

Updated On:

Post Office SCSS Scheme
Follow Us

Post Office SCSS Scheme: উপার্জনের টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে কে না চান। তবে অবসরের পরে নিশ্চিত রিটার্নের স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রেই আগ্রহী হন গ্রাহক। আর সেই কারণেই পোস্ট অফিসের নানান স্কিম ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়েছে। বিশেষ করে প্রবীন নাগরিকেরা অবসরের পর পোস্ট অফিসের স্কিমগুলিতে নিজেদের গচ্ছিত অর্থ সঞ্চিত করেন। তাই সিনিয়র সিটিজেনদের জন্য পোস্ট অফিস চড়া সুদে স্কিম অফার করে।

পোস্ট অফিসের স্কিমগুলির মধ্যে যেগুলি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে, তা হল পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Post Office Fixed Deposit Scheme) এবং পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম (Post Office Term Deposit Scheme)। এই দুই স্কিমেই রয়েছে বেশি সুদ ও নিশ্চিত রিটার্ন। কিভাবে বিনিয়োগ করবেন পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে? কতটা রিটার্ন মিলবে? সমস্ত তথ্য আসুন জেনে নেওয়া যাক।

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

দেশের প্রবীন নাগরিকদের জন্য পোস্ট অফিসের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় স্কিম হল SCSS বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। অবসরের পর এই স্কিমে নিশ্চিতভাবে বিনিয়োগ করতে পারেন। SCSS স্কিমে টাকা বিনিয়োগ করলে তা যেমন ১০০ শতাংশ নিরাপদ থাকে, তেমনই এখানে বিনিয়োগ করা টাকার উপরে ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সাধারণত এত পরিমাণ সুদ কোনো ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে দেওয়া হয় না। এই চড়া সুদে টাকা জমাতে আগ্রহী হন অনেকেই।

দেশে আর্থিক বিশেষজ্ঞরাও এই স্কিমে টাকা বিনিয়োগের উৎসাহ দেন।নিয়মানুসারে, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একজন বিনিয়োগকারী সর্বোচ্চ ৩০ লাখ টাকা লগ্নি করতে পারেন। এখানে সর্বনিম্ন লগ্নি করা যায় ১০০০ টাকা। তবে খেয়াল রাখবেন, এই স্কিম কিন্তু শুধুমাত্র দেশের সিনিয়র সিটিজেন তথা ষাটোর্ধ্ব গ্রাহকদের জন্য। তবে এই স্কিমে ছাড় দেওয়া হয় প্রতিরক্ষা দপ্তর-সহ অন্যান্য সরকারি দফতর থেকে স্বেচ্ছায় অবসর নেওয়া ব্যাক্তিদের।

SCSS স্কিমে কতটা রিটার্ন মেলে?

পোস্ট অফিসের এই স্কিমে প্রতিমাস অন্তর মেলে সুদ। আর পাঁচ বছর পর মেয়াদ উত্তীর্ণ হয় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের। হিসেব বলছে, একজন প্রবীন নাগরিক এই স্কিম থেকে সর্বোচ্চ ১২.৩০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। তবে ১২ লাখ টাকার রিটার্ন পাওয়ার জন্য বিনিয়োগকারীকে SCSS স্কিমে ৩০ লাখ টাকা পাঁচ বছরের মেয়াদে বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর সুদ মিলবে ৬১ হাজার ৫০০ টাকা। পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর একজন বিনিয়োগকারী হাতে পাবেন ৪২.৩০ লাখ টাকা।

সাধারণত মেয়াদ শেষ হওয়ার এক বছর পর্যন্ত স্কিমের সময়সীমা বাড়ানো যায়। তাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যদি সুবিধা পেতে চান তবে আরও তিন বছরের জন্য মূল টাকাটি অ্যাকাউন্টে রেখে দিন।

আরও পড়ুন » Credit Card Rules Changed – ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম বদলে দিল HDFC, ICICI, Axis ব্যাঙ্ক! না জানলে পুরোই লস

SCSS স্কিমে আবেদন জানাবেন কিভাবে?

প্রবীন নাগরিকরা পোস্ট অফিসের ভিজিট করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ও সংশ্লিষ্ট স্কিমে আবেদন জানাতে পারবেন। এছাড়া পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও স্কিম সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment