SBI Green Car Loan: আজকাল পেট্রল-ডিজেলের দাম আগুন। এমতাবস্থায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে ক্রমশ। অনেকেই বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করছেন। আর সেই চাহিদার কথা মাথায় রেখে একাধিক গাড়ির সংস্থা তাদের টু-হুইলার এবং ফোর হুইলার নিয়ে হাজির। আর এই সূত্র অটো-মোবাইল সেক্টরে বেড়ে চলেছে তুমুল প্রতিযোগিতা। তবে, ব্যাটারি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে বৈদ্যুতিক বাইক কিংবা স্কুটার কিনতে পকেটের ওপর খানিক চাপ পড়ে বৈকি। আসলে এর দাম অনেকটাই বেশি।
📖 Contents
SBI Green Car Loan
কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক গাড়ি কেনায় মানুষকে উৎসাহিত করতে বেশ কিছু সুবিধার কথা ঘোষণা করেছে। আর এবার এক বিশেষ যোজনার কথা ঘোষণা করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই যোজনায় বৈদ্যুতিক গাড়ি কেনা হবে আরো সহজ। বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক যে বিশেষ যোজনা শুরু করয়েছে সেটি হলো SBI Green Car Loan. যাতে পেট্রল-ডিজেল গাড়ির তুলনায় সুদের হার অনেক কম।
সুদের হার কত?
নুন্যতম ২১ বছর থেকে ৭০ বছর পর্যন্ত বয়সের যেকোনো ব্যক্তি এই ইভি লোনের জন্য আবেদন করতে পারবেন। এই যোজনায় সাধারণ অটো লোনের তুলনায় ইভি গাড়ির ঋণের সুদে ০.২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এমনকি, ইভি গাড়ির অনরোড দামের উপর ৯০ শতাংশ লোনের সুবিধাও দেওয়া রয়েছে এই যোজনার আওতায়। কিছু কিছু গাড়ির মডেলের উপর একেবারে ১০০ শতাংশ পর্যন্ত লোনের সুবিধাও পাওয়া যাচ্ছে। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গাড়ির ক্ষেত্রে ৮.৮৫ থেকে ৯.৮০ শতাংশ সুদের হারে ঋণ দেয়, তবে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এই ঋণের হার ৮.৭৫ থেকে ৯.৪৫ শতাংশ।
কারা লোন পেতে সক্ষম?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিভিন্ন আয়ের মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা ইভি লোন দিচ্ছে। এই যেমন ধরুন আপনি যদি সরকারি কর্মচারী হন এবং আপনার বার্ষিক বেতন নুন্যতম তিন লাখ টাকা হয়, তাহলে ব্যাঙ্ক মোট মাসিক আয়ের সর্বোচ্চ ৪৮ গুণ এই গাড়ির লোন দেবে। আপনি যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত হন, তবে সেক্ষেত্রে বার্ষিক আয় সর্বনিম্ন ৪ লাখ টাকা হলে, আপনি মোট আয়ের ৩ গুণ ঋণ পেতে পারেন। একই ভাবে ব্যবসায়ী থেকে বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরাও এই লোন পেতে সক্ষম।
লোন নিয়ে কী কী প্রয়োজন?
আপনি যদি একজন বেতনভোগী কর্মচারী হন এবং বৈদ্যুতিক গাড়ি কেনার জন্যে লোনের আবেদন করছেন, তাহলে আপনার প্রয়োজন হবে –
- ছয় মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল,
- পাসপোর্ট সাইজের দুটি ফটো,
- পরিচয়পত্র,
- ঠিকানা প্রমাণ পত্রের মতো নথি,
- আপনি যদি কোনো বেসরকারী খাতে কর্মরত কর্মচারী কিংবা কৃষিকাজের সঙ্গে জড়িত হন, তবে সেক্ষেত্রেও এই নথিগুলিই প্রয়োজন হবে।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। SBI Green Car Loan নিয়ে আপনাদের কোনো মতামত থাকতে নিচে কমেন্ট করে জানাবেন।