Amar Karma Disha Scheme – ভোটের আগেই মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের! বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সুযোগ! জানুন বিস্তারিত

By Utpal

Updated On:

WB Amar Karma Disha Scheme
Follow Us

WB Amar Karma Disha Scheme: বর্তমানে বেকারত্বের সমস্যা যে হারে বাড়ছে তাতে সকল তরুণ-তরুণীরা চাকরির সন্ধানে প্রত্যহ হন্যে হয়ে ঘুরছেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক যুবক-যুবতীরাই পাচ্ছেন না চাকরি। তবে, এবার এই সমস্যা দূর করার উদ্যোগ নিল রাজ্য সরকার। পশিচমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেক বেকার ছেলে-মেয়ের চাকরির সুবন্দোবস্ত করতে চলেছেন।

মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের বেকার সমস্যা দূরীকরণে এক নতুন প্রকল্প শুরু করতে চলেছেন। এই প্রকল্পের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ করে দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের উদ্দেশ্য কি, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কী কী সুবিধা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

আমার কর্মদিশা প্রকল্প (Amar Karma Disha Scheme)

রাজ্যসরকার, রাজ্যের সকল যুবক যুবতীদের কর্ম সংস্থান করার উদ্দেশ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। রাজ্যের যুবক-যুবতীরা যাতে ‘স্কিল ডেভলপমেন্ট’ ট্রেনিং নিতে পারেন সেই পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এবার সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে, যার নাম আমার কর্মদিশা প্রকল্প (Amar Karma Disha Scheme)। রাজ্যজুড়ে যে দুয়ারে সরকার শিবির চলছে সেখানেই পাওয়া যাবে এই প্রকল্পে আবেদন করার সুযোগ। এই নয়া প্রকল্পটির মাধ্যমে রাজ্যের তরুণ-তরুণীরা নিজের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারবেন।

প্রকল্পটির উদ্দেশ্য কি?

আমার কর্মদিশা প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত পরামর্শ দেওয়া। এর পাশাপাশি আইটিআই, পলিটেকনিক এবং অন্যান্য প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত পরামর্শ প্রাপ্তির সুযোগ থাকবে এই নয়া প্রকল্পে।

এই প্রকল্পের সুবিধা কী?

রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল বেকার যুবক-যুবতীরা নির্দিষ্ট কোর্সে প্রশিক্ষণ পাওয়ার পর যোগ্যতা এবং স্কিলের ভিত্তিতে বেশ কিছু সেক্টরে চাকরি পাবেন। এইট পাশ থেকে উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের উদ্যোগে এবং জেলায় জেলায় বিভিন্ন সংস্থায় কর্মসংস্থান দেওয়ার জন্য শিবির করা হচ্ছে। সেখানে আসছেন বিভিন্ন সংস্থার আধিকারিকরা। সেখানেই ওই যুবকযুবতীদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করা যাচ্ছে। এই ধরনের নানা কাজের প্রশিক্ষণ নেওয়া থাকলে যুবক যুবতীরা কাজ পেতে সক্ষম হবেন।

আরও পড়ুন » রাজ্যবাসীকে নতুন আধার কার্ড উপহার দেবেন মুখ্যমন্ত্রী! সমস্ত সুযোগ সুবিধা সহ নয়া আধার কার্ড পাবেন কিভাবে?

এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পের জন্য আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে, তবেই আবেদন করা যাবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ‘আমার কর্মদিশা’ প্রকল্পের জন্য নিজের নাম নথিভুক্ত করতে এবং এই সংক্রান্ত তথ্য পেতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। এই কারণে দুয়ারে সরকার শিবির যেখানে হচ্ছে, সেখানে ‘আমার কর্মদিশা’ (Amar Karma Disha Scheme) প্রকল্পের জন্য আলাদা একটি কাউন্টার করা হয়েছে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment